“ইদ”
এ,এইচ,এম, ইমরানুর রহমান
ইদ মানে বিপুলা পুলক হরষ গহন সুখতরঙ্গ
সমীরণ,
ইদ মানে দ্বেষ্য ঈর্ষা তিক্ত বিষাদ বৈরিতার
অবসান।
ইদ মানে নবোদিত পূষার অলক্ত ঊষা,
ইদ মানে দীনহীনে ভালবেসে মহা স্রষ্টাকে তুষা।
ইদ মানে নব সূর জ্যোতি স্নিগ্ধ প্রভাত,
ইদ মানে মানুষে মানুষে প্রেম- নাশিয়া তফাত।
ইদ মানে মনোপশুর নাশ, বুনো পশুর নয়,
ইদ মানে অসুর হন্তা নিঃসীম শান্তি, নব সুর
পরিনয়।
ইদ মানে আত্মসুখে তুষ্টি সাধন নয়,
ইদ মানে পরার্থবাদী ত্যাগের শিক্ষা- শুভালোক
চিন্ময়।
ইদ মানে মহা সাম্যগীতি- চির সৌম্য শান্তি গান,
ইদ মানে হলাহলহীন সমতা সমাজ সাম্য আত্মমান।
ইদ মানে স্নিগ্ধ মধুর প্রভাকর জ্যোতি আলোকিত
সুপ্রভাত,
বঞ্চনাহীন রোদনবিহীন দীপ্ত ভবিষ্যত।
ইদ মানে হাসি খুশি ভরা মুখরিত গান- ঝরঝর সুর
নির্ঝর,
সম্প্রীতিময় ধরণি গড়ার প্রত্যয় দুর্বার।
ইদ মানে দৃপ্ত শপথ মুক্ত উদার সমাজ বিনির্মাণ,
বৈষম্যহারা কুসুমিত ধরা- বঞ্চনা বিনাশন।
ইদ মানে বিষাদ ভুলানো অরি সংহারা সুখী ধরণির
গান,
ভেদাভেদ ভুলে হেসে প্রাণখুলে নিবিড় আলিঙ্গন।
কবিঃ এ,এইচ,এম, ইমরানুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি।