সব
facebook apsnews24.com
মেডিয়েশন বিষয়ে সুপ্রিম কোর্টের সার্কুলার প্রচার করতে বিবৃতি - APSNews24.Com

মেডিয়েশন বিষয়ে সুপ্রিম কোর্টের সার্কুলার প্রচার করতে বিবৃতি

মেডিয়েশন বিষয়ে সুপ্রিম কোর্টের সার্কুলার প্রচার করতে বিবৃতি

বিরোধ মীমাংসায় মেডিয়েশন (মধ্যস্থতা) পদ্ধতি বাধ্যতামূলক ও এই সম্পর্কে বিচার প্রার্থীদের উদ্বুদ্ধ করতে সুপ্রিম কোর্ট দুইটি সার্কুলার জারি করেছে। সার্কুলারগুলো গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার ও প্রকাশ করতে যৌথ বিবৃতি দিয়েছেন ইন্ডিয়া ইনস্টিটিউট অব আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন (আইআইএম) কর্তৃক স্বীকৃত বাংলাদেশের ১২ জন মেডিয়েটর।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, প্রায় ৩৮ লাখ মামলাজটে ভারাক্রান্ত বাংলাদেশের বিচার বিভাগ। নানান অজুহাতে প্রতিদিন হু হু করে মামলার সংখ্যা বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে কম খরচে ও স্বল্প ব্যয়ে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি মেডিয়েশন (মধ্যস্থতা) আবশ্যিকভাবে প্রতিপালনে অনুসরণীয় নির্দেশিকা জারি করেছেন সুপ্রিম কোর্ট। আমরা মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই সার্কুলার সুপ্রিম কোর্টের যুগান্তকারী পদক্ষেপ। মেডিয়েশন বিচারকদের জন্য বাধ্যতামূলক ঘোষণা করায় বিচার প্রার্থীদের সময়, শ্রম ও অর্থের অপচয় রোধ করে আদালতে মামলার চাপ কমাতে বিরোধ নিষ্পত্তির এক দারুণ সুযোগ এসেছে।

বিবৃতিতে ১২ জন মেডিয়েটর মেডিয়েশনের মর্মবাণী প্রচারে গণমাধ্যমের ভূমিকা প্রত্যাশা করে বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বলা হয়। একমাত্র গণমাধ্যমই সারাদেশের মানুষকে মেডিয়েশন সম্পর্কে সচেতন ও মেডিয়েশনের মাধ্যমে বিরোধ মীমাংসায় উদ্বুদ্ধ করতে পারে। দেশের মামলাজট নিরসন করে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে এই সম্পর্কে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে অনুরোধ জানাই।

বিবৃতি দেওয়া ১২ জন মেডিয়েটর হলেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট পঞ্চজ কুমার কুন্ডু, বিমসের রিজওনাল ডিরেক্টর অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট মো. আলমগীর হোসাইন, অ্যাডভোকেট ফারহানা আফরোজ, অ্যাডভোকেট আফরোজা শারমীন কনা, অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান ডালিম, তন্ময় রহমান ও অ্যাডভোকেট কনিকা মন্ডল।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্মস কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২১ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে প্রচলিত বিভিন্ন আইনে অধস্তন আদালতগুলোতে মেডিয়েশন সংক্রান্ত বিধানাবলী ‘আবশ্যিকভাবে’ পালনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন সার্কুলার জারি করেন। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট মেডিয়েশন পদ্ধতি সম্পর্কে বিচারপ্রার্থীদের উদ্বুদ্ধ করতে সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের বিচারকদের জন্য অনুসরণীয় নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট।

আপনার মতামত লিখুন :

বৈষম্য ও বেকারত্ব লাঘবে আইনজীবী তালিকাভূক্তি পদ্ধতি সংস্কারের বিকল্প ভাবনা

বৈষম্য ও বেকারত্ব লাঘবে আইনজীবী তালিকাভূক্তি পদ্ধতি সংস্কারের বিকল্প ভাবনা

শিক্ষার্থী তাহিরের মৃত্যু: শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের নামে রংপুরে মামলা

শিক্ষার্থী তাহিরের মৃত্যু: শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের নামে রংপুরে মামলা

কারামুক্ত হলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

কারামুক্ত হলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj