সব
facebook apsnews24.com
আয়েশা সিদ্দিকা'র কবিতা "প্রশান্তির খোঁজে" - APSNews24.Com

আয়েশা সিদ্দিকা’র কবিতা “প্রশান্তির খোঁজে”

আয়েশা সিদ্দিকা’র কবিতা “প্রশান্তির খোঁজে”

দিন শেষে এক রাজ্যের
ক্লান্তি আমাকেও ঘিরে ধরে
কিন্তু আমি বিশ্রাম নিতে পারি কই?
ভঙ্গুর মনে কষ্ট আমারও হয়
কিন্তু নিরবে সব সহ্য করে আবারও
সাহস নিয়ে এগিয়ে যাই

কেউ কটু কথা বললে খারাপ আমারও লাগে
ক্ষত বিক্ষত হয়ে যায় অন্তর আত্না
কিন্তু শোধ নিতে পারি কই?
নিশুতি রাতে সুখ নিদ্রার সাধ আমারও জাগে
কিন্তু আকাশসম চিন্তারা মস্তিষ্কে নাড়াচাড়া দেয়
ঠিক সময়ে ঘুমোতে পারি কই?

বাকিদের মত আমারও জীবন ভোগের ইচ্ছে হয়
কিন্তু প্রতিকূল সময়ের সাথে
তাল মিলিয়ে চলতে পারি কই?
মন প্রাণ খুলে হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করে
কিন্তু মনের গহীন থেকে চাইলেই
অট্টহাসি দিতে পারি কই?

আমারও প্রচন্ড ভালো থাকার অভিপ্রায়
ডানা মেলে বিহঙ্গের মত দূরাকাশে উড়ার বাসনা
কিন্তু ভালো থাকার সাধ্য কই?
কল্পনা বিলাসী হয়ে অলীক স্বপ্ন দেখার মনন
কিন্তু স্বপ্ন সে তো ক্ষণিকের সহযাত্রী
চোখ খুললেই তার সাক্ষাৎ মেলে কই?

একটুখানি ভালোবাসাবাসির জন্য
অশান্ত চিত্তে যত হাহাকার
কিন্তু প্রকৃত ভালোবাসা, সে বিরল
জাগতিক সব মিথ্যে,ছলনা আর অভিনয়ের মিশেল
সত্যিই ভালোবাসা কখনও উর্ধ্বতম
কখনও দেখা যায় তার নিম্নক্রম
কখনও খাঁটি আর কখনও দম বন্ধ করার উপক্রম

আসলে জীবদ্দশায় যত অভিযোগ,
যত অনুযোগ, মৃত্যুর পরে সব বিবর্ণ, সব ক্ষান্ত
কেবল স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কই সত্য
তাই প্রার্থনা প্রভুর কাছে একটু প্রশান্তির তরে নিত্য।

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা
৩০-০৭-২০২১ খ্রীস্টাব্দ

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj