সব
facebook apsnews24.com
এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল এর কবিতা ‘বিমুগ্ধ বিস্মরণ’ - APSNews24.Com

এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল এর কবিতা ‘বিমুগ্ধ বিস্মরণ’

এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল এর কবিতা ‘বিমুগ্ধ বিস্মরণ’

বিমুগ্ধ বিস্মরণ’

এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল

আঁধারের পথে একা হেঁটেছি কত সময় নিয়ে
হাজারো প্রশ্ন আর স্বপ্ন বিনির্মাণের আত্মকলহে,
কেটেছে সময় ঢের মকুরপানে চেয়ে
বিস্ময় আর বিস্মরণের ক্ষণিক আলোতে।
পড়ে কি মনে সেই গোপন গহীন কোণে
অধরা আর অতৃপ্তির কিন্নর জীবনে?
মানুষ হতে চেয়েও ফণিমনসার ঝোঁপে
জীবনে জীবন যোগের আত্মপ্রত্যয়ে।
বেড়েছে ক্লেদাক্ত আর সুষুপ্তির ঘোরে
চেনা অচেনার দীর্ঘ প্রতীক্ষা শেষে।
চলে যাওয়া মানুষীদের ভীড়ে
অর্থ আর ভিন্নার্থের দ্বৈরথে চড়ে,
খুঁজে ফেরা অবসরের গানে,
মিলবে জীবন অবসাদের অন্তরালে
অপচয়িত স্বপ্নের একহারা গড়নটি নিয়ে।

কবি এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj