‘বিমুগ্ধ বিস্মরণ’
এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল
আঁধারের পথে একা হেঁটেছি কত সময় নিয়ে
হাজারো প্রশ্ন আর স্বপ্ন বিনির্মাণের আত্মকলহে,
কেটেছে সময় ঢের মকুরপানে চেয়ে
বিস্ময় আর বিস্মরণের ক্ষণিক আলোতে।
পড়ে কি মনে সেই গোপন গহীন কোণে
অধরা আর অতৃপ্তির কিন্নর জীবনে?
মানুষ হতে চেয়েও ফণিমনসার ঝোঁপে
জীবনে জীবন যোগের আত্মপ্রত্যয়ে।
বেড়েছে ক্লেদাক্ত আর সুষুপ্তির ঘোরে
চেনা অচেনার দীর্ঘ প্রতীক্ষা শেষে।
চলে যাওয়া মানুষীদের ভীড়ে
অর্থ আর ভিন্নার্থের দ্বৈরথে চড়ে,
খুঁজে ফেরা অবসরের গানে,
মিলবে জীবন অবসাদের অন্তরালে
অপচয়িত স্বপ্নের একহারা গড়নটি নিয়ে।
কবি এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল