রচনায়ঃ মুহাম্মদ তাজুল ইসলাম
একটা মিনিট অক্সিজেনের মূল্য,
দিতে কি তোমরা পারো
অমূল্যবান ওই গাছের বাতাস
লাগবে বুঝি আরো।
করোনা রোগী বলবে নিশ্চয়ই
অক্সিজেন মহাদামী
শ্বাস নিতে তার কষ্ট কতো
শুধু জানে তা অন্তর্যামী।
সিলিন্ডার ভরা অক্সিজেন কি!
সবার সাধ্যে কুলোয়
প্রাণ বায়ু তার যাচ্ছে যাবে
এই অক্সিজেনের জ্বালায়।
প্রকৃতির মাঝে বেড়ে ওঠা আর
বসবাস সবুজের মাঝে
প্রতিটি সেকেন্ড বাঁচতে হলে
অক্সিজেন লাগাও কাজে।
সংকটাপন্ন অক্সিজেন সংকট
করোনা বিশ্ব জুড়ে
সাপ্লাই দাতা আমাদের বিধাতা
ভাবুন আসছে কেন তেড়ে?
মানবিক হলে সৃষ্টির প্রতি
স্রষ্টা বাঁচাবে দুর্দিনে
সত্য ন্যায়ের শাসন কায়েমে
বাঁচবো ভরপুর অক্সিজেনে।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।