মুহাম্মদ তাজুল ইসলাম
অবাস্তবে কান দিয়ো না
ছড়িয়ো না কোন গুজব
মিথ্যা কথা বাতাসে ছড়ায়
যতো আজগুবি আর আজব।
হাত না দিয়ে আপনা কানে
চিলের পিছনে ছুটি
বাঁশ দিতে চাই অন্যের পিছে
চালছি দাবার গুটি।
চালাতে থামিনা অপপ্রচার
জেনেও অসত্য তথ্য
ঘটনা ঘটে না মানুষ জানেনা
দাখিল হয় মামলা মিথ্যে।
গতি বেড়েছে ইথার নেটের
থেমে নাই গুজবের গতি
ভাবছো ফেলবে খুঁড়েছো গর্ত
দেখবে শেষে নিজের ক্ষতি।
সত্য যাচাই করছি কি তবে
গুজব নাকি আসল
ছুটছি শুধু মরিচীকা ভেদে
যা পাই তা হলো নকল।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।