মহিপুর -কুয়াকাটা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাব চত্তরে আজ বৃহস্পতিবার (১০জুন) সকাল ১১ টায় আয়োজিত মানববন্ধনে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নিশ্চিয়তা বহাল রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খোলার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখা ।
সমাবেশে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠক্রমের বাইরে বিভিন্ন প্রযুক্তির নেশায় আসক্ত হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীদের মেধা ও চিন্তায় বিভ্রান্ত সৃষ্টি হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে।’ অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে সকল স্তরের শিক্ষাব্যবস্থায় বিপর্যায়ের আশংকা রয়েছে বলে সমাবেশে বক্তারা মন্তব্য করেন।
নেতারা আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হলে কঠোর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
ইসলামী ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার সভাপতি সভাপতি মোঃমেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সূরা সদস্য গাজী আলী হায়দার, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।