বিআইএম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ব্রাজিল -২০২১’-এ দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জিহাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রান অ্যাওয়ে।
রবিবার (২৩শে মে) ফিল্ম ফেস্টিভাল কমিটির অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ‘সেরা অভিনেত্রী” এবং “সেরা চিত্রগ্রাহক” ক্যাটাগরিতে পুরষ্কার পায় ‘রান অ্যাওয়ে’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক শর্ট ফিল্ম এই ফেস্টিভালে অংশ নেয়।
আইএমডিবি লিস্টেড বিআইএম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি প্রতিযোগিতামূলক প্লাটফর্ম পুরো দুনিয়ার সকল তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য। এ উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন ব্রাজিলের স্বনামধন্য স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী এবং প্রযোজকরা।
‘রান অ্যাওয়ে’র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগে পড়াশোনা করছেন। করোনার এই বন্ধে গতবছরের মে মাসে নিজ বাড়িতে তিনি ফিল্মটি নির্মাণ করেন। পুরষ্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জিহাদ বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি আমাদের সবার আশপাশে প্রতিনিয়ত ঘটতে থাকা ঘটনাগুলোকে আমার সিনেমায় তুলে ধরতে। সাধারণ মানুষের জীবনধারা, তাদের দুঃখ-কষ্ট গুলো সবার সামনে তুলে ধরতে। এরই ধারাবাহিকতায় রান অ্যাওয়েতে আমি করোনার এই অসুস্থ সময়ে একজন পোশাক কর্মীর গল্প বলতে চেয়েছি। তার গ্রামের বাড়িতে থাকা মা, বাবা, বোনের সাথে তার সম্পর্কের টানাপোড়ন দেখাতে চেয়েছি। দিনশেষে চেয়েছি রান অ্যাওয়ে হয়ে উঠুক এই অসুস্থ সময়ে নিম্নশ্রেণীর সকল মানুষের প্রতিচ্ছবি। আমার পরবর্তি কাজ বলতে, মারমা ভাষায় একটি শর্ট ফিল্ম বানাচ্ছি। শর্ট ফিল্মটির নাম “দুধভাতে উৎপাত”। গত মাসে চট্টগ্রামে শুটিং শেষ হয়েছে এখন ইডিট চলছে।’
উল্লেখ্য তরুণ এই নির্মাতা এর আগেও দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে ৮টি পুরস্কার জিতেছেন। তাঁর উল্লেখযোগ্য শর্ট ফিল্মসমূহ- God Gift (2019), Las Consecuencias (2019), Ruido (2019), The Shooting (2020), Attention (2020), The Last Marvel Of Peru (2020), One day of aslam (2020), The Fear Of the Unknown (2021), Indro (2021)