মোঃ রিয়াদ হোসেন, মির্জাগঞ্জ,পটুয়াখালীঃ IEDCR এর তথ্যনুযায়ী ICDDRB এর নমুনা পরীক্ষায় পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে নদী এবং খাল-বিল এর পানিতে কলেরা রোগের জীবাণু থাকার কারনে উক্ত পানি পান ও গৃহস্থালির কাজে ব্যবহারের ফলে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয় ও বহু মানুষ আক্রান্ত হয়।
এছাড়া সারা বিশ্বের মতো আমাদের দেশেও মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঘটার কারনে অনেক লোক আক্রান্ত ও মৃত্যু বরন করছে ।
এমতাবস্থায় মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ ২৬/০৪/২০২১ইং “মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি” সংগঠনের সৌজন্যে মির্জাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লায় নদী, পুকুর ও ডোবার পানি পান বা গৃহস্থালির কাজে ব্যবহারে নিরুৎসাহিত এবং সবার মূখে মাস্ক পরিধান করার জন্য মাইকিং ও লিফলেট বিতরন করা হয়।এছাড়াও ৩০ মিনিট পরপর সাবান দিয়ে হাতধৌত করার অনুরোধ সম্বলিত ব্যাপকভাবে প্রচারাভিজান চালায়।
আর তাদের এই কাজর প্রসংসা করেছেন স্থানীয় সকল শ্রেনীপেশার মানুষেরা।