মহিপুর থানা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের আহবানে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কাজ করেন তারা।
এদিন থানা শহরের বিপিনপুর গ্রামের কৃষক আজিজের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকনের নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করেন মহিপুর থানা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন হাওলাদার, যুগ্ম আহবায়ক মনির হাওলাদার, থানা যুবলীগ নেতা সিদ্দিক মোল্লা,ইউপি সদস্য জাকির হোসেন দুলাল, ইউনিয়ন যুবলীগ নেতা ফরিদ ফকির, ইউসুফ হাওলাদার ,মোঃদেলোয়ার,সঞ্জীব মন্ডল সহ যুবলীগের অন্যতম নেতৃবৃন্দ।
এদিকে এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষক আজিজ সহ এলাকাবাসী।
কৃষক আজিজ বলেন, আমার ১০ বিঘা জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এ ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি থানা যুবলীগকে অনেক ধন্যবাদ জানাই।