ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ করার সময় রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকা থেকে গ্রেপ্তার ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীতে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার তাকে ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীটি।
ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে রফিকুল ইসলাম নিজেই তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিশুবক্তা লিখেছেন, ‘আমি এখন মুক্ত। যারা আমার জন্য দোয়া করেছেন মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পর ফেসবুকে লাইভে আসেন আলোচিত এই বক্তা। সেখানে তিনি বলেন, ‘আমি এখন সম্পূর্ণ মুক্ত। আমি কিছুক্ষণ ছিলাম পল্টন থানায়। এখন আমি অনেক টায়ার্ড (ক্লান্ত)। আমি সব বিষয় পরে বলব’।
রফিকুল ইসলাম আরও বলেন, আমি কাউকে দেখানোর জন্য মিছিলে যাইনি। বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই গিয়েছি। আমার গ্রেপ্তারের খবরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। আমাদের পাশে ছিলেন। সবার জন্য আমি দোয়া করি। আমাদের ভালোবাসা হোক আল্লাহর জন্যই।’
এর আগে মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ করার সময় রফিকুল ইসলাম মাদানিসহ ১১জনকে আটক করে পুলিশ। যুব অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভকালে তাদের আটক করে প্রিজনভ্যানে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের পর পুলিশের প্রিজনভ্যানে নুরুজ্জামান নামে একজনের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন শিশুবক্তা রফিকুল।
রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিত তিনি।
নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন।