সব
facebook apsnews24.com
ফিরে গেলেন সৌম্য - APSNews24.Com

ফিরে গেলেন সৌম্য

ফিরে গেলেন সৌম্য

দলকে ৪ রানে রেখেই ফিরে গিয়েছেন লিটন দাস। প্রথম ওয়ানডের মতো ১৩১ রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল দলকে। তবে তামিম ইকবাল ও সৌম্য সরকার ধীরে ধীরে বিপদ কাটিয়ে উঠেছেন।

কিন্তু যখনই মনে হয়েছে বিপদ কাটিয়ে উঠছে দল তখন ফিরেছেন সৌম্য। মিচেল স্যান্টনারের বলে স্টাম্পড হয়ে ফিরেছেন ৩২ রান করা সৌম্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডেতে ৫০তম ফিফটির দেখা পাওয়া তামিম অপরাজিত আছেন ৭৩ রানে।

দলের প্রথম ৩০ রানের ২০-ই এসেছে বাউন্ডারি থেকে। শুধু এটুকু পড়লে মনে হতে পারে, দারুণ ইতিবাচক ব্যাটিং। কিন্তু যখন গল্পের পুরোটা হদিস মেলে তখন আর অতটা ইতিবাচক মনে হয় না। এই রান তুলতেই যে ১১ ওভার দরকার হলো বাংলাদেশের।


তবু একাদশতম ওভারের প্রথম বলটি একটু স্বস্তি এনে দিল বাংলাদেশকে। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ২৬ রান তুলেছিল। এক প্রান্তে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তামিম সাবলীল ব্যাট করলেও খোলসেবন্দী ছিলেন সৌম্য সরকার।

কাইল জেমিসনের বলটা ফুল লেংথে ছিল। দিনের প্রথম আত্মবিশ্বাসী শট খেলে সেটা মিড অফের পাশ দিয়ে সীমানায় পাঠালেন সৌম্য। আগের ২১ বলে ২ রান করা সৌম্যের রান মুহূর্তেই তিন গুণ হলো।

পরের বলেই তিন রান তুললেন সৌম্য। ইনিংসে মাত্র তৃতীয়বারের মতো বাংলাদেশের রান রেট তিন ছাড়াল। প্রথমবার ছাড়িয়েছিল প্রথম ওভারে, যখন ট্রেন্ট বোল্টের চতুর্থ বলেই চার মেরেছিলেন তামিম। দ্বিতীয়বার ছাড়াতে ছাড়াতে অস্টম ওভার লেগে গিয়েছিল।

৭ ওভারে মাত্র ১৪ রান তুলে বাংলাদেশ তখন ধুকছিল। নিজের প্রথম তিন ওভারের দুই মেডেন দিয়ে লিটন দাসকে তুলে নেওয়া ম্যাট হেনরির বোলিং ফিগার একটু স্বাভাবিক করতে চাইলেন তামিম। এক বল বিরতি দিয়ে দিয়ে তিন চারে ১২ রান তুলে নিলেন সে ওভারে। ৮ ওভারে ২৬ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে কোনো রান পায়নি।


১০ ওভার শেষে ১ উইকেটে ২৬ রানকেও ভালো মনে করাচ্ছিল প্রথম ম্যাচের অভিজ্ঞতা। আর আজ কিছুক্ষণের জন্য ২ উইকেটে ১১ রান হয়ে ওঠা স্কোরবোর্ডের কথা চিন্তা করলে তো বটেই। পঞ্চম ওভারের শেষ বলেই যে তামিমকে আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার! বোল্টের লেগ স্টাম্পের বল ফ্লিক করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে হয়নি। প্যাডে লেগে সেটা উইকেটকিপার টম ল্যাথামের হাতে।

আবেদন উঠতেই তাতে সাড়া দিয়ে দেন আম্পায়ার। কিন্তু তামিম সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন। রিপ্লেতে দেখা গেছে ব্যাটের কোনো স্পর্শ পায়নি বল। পাঁচ ওভারের মধ্যে ২ উইকেট হারানোর হাত থেকে বাঁচে বাংলাদেশ।

৯ রানে একবার জীবন পাওয়া তামিম আবার সুযোগ পেয়েছেন ৩৪ রানে। ১৫তম ওভারে পঞ্চাশ পেরোনো বাংলাদেশ ওই ওভারেই উইকেট হারাতে বসেছিল। দীর্ঘদেহী জেমিসনের বলে সামনে খেলেছিলেন তামিম। কিন্তু এই পেসার ডাইভ দিয়ে বলটি মাটি ছোঁয়ার আগে তালুতে আটকে ফেলেছেন। অন্তত সাদা চোখে তেমনটাই মনে হয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার জানিয়েছেন, এ যাত্রাও বেঁচে যাচ্ছেন তামিম। ক্যাচ ধরার পর বলটা মাটির স্পর্শ পেয়েছিল।

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

ব্রাজিলের সেই ট্রাইব্রেকারে বিদায়, সেমিফাইনালে ক্রোয়েশিয়া

ব্রাজিলের সেই ট্রাইব্রেকারে বিদায়, সেমিফাইনালে ক্রোয়েশিয়া

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj