ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনকবি মিউজিকের দুইটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় লেক, বঙ্গবন্ধু হল পুকুর পাড়সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গান এর দৃশ্যায়ন করা হয়।
মনকবি মিউজিকের রূপকার ও গীতিকার জয়নুল আবেদীন রাজু জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনকবি মিউজিকের ‘ঝরছে ফুল যাচ্ছে ফাগুন’ ও ‘কত কথা নিত্য আমি বলি’ শিরোনামে দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়াতে মনকবি মিউজিকের আরো আটটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানগুলোর গীতিকার কবি ও লেখক জয়নুল আবেদীন রাজু। সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী এস আলী সোহেল।
উল্লেখ্য, মনকবি মিউজিকের রূপকার, গীতিকার, কবি ও লেখক জয়নুল আবেদীন রাজু ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া এর অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে কর্মরত রয়েছেন।
অবসর সময়ে তিনি কবিতা, গান ও প্রবন্ধ লিখে সময় কাটান। এপর্যন্ত তিনি ১শ’ ৯০টি গান লিখেছেন। তার লেখা চারটি কব্যগ্রন্থ এবং ‘আত্নশুদ্ধি অপরাধ দমন’ নামে একটি গবেষণা প্রকাশ পেয়েছে। এবছর বই মেলায় তার লেখা ‘বঙ্গবন্ধু ও গল্পে বাস প্রবন্ধ’ নামে একটি বই প্রকাশিত হবে।