সব
facebook apsnews24.com
বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে - APSNews24.Com

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

আবুল কাশেম রুমন,সিলেট: বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে গত ২ বছরে প্রায় ৫ লাখ ভোটার তালিকা ভূক্ত হয়েছে। জাতীয় ভোটার দিবসে এ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
হালনাগাদ তালিকায় দেখা যায় সিলেট:জেলার মধ্যে সিলেট সদর: ভোটার বেড়ে হয়েছে ৫লাখ ৭৫ হাজার ১৭৬ জন। এরমধ্যে ৩লাখ ২হাজার ৫৮৮ জন এবং নারী ২লাখ ৭২ হাজার ৫৮৫ জন।
দক্ষিণ সুরমায়: মোট ভোটার বেড়ে হয়েছে ১লাখ ৮৩ হাজার ২২১ জন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৬৭৭ জন এবং মহিলা ৮৯ হাজার ৫৪৪ জন।
ফেঞ্চগঞ্জ উপজেলায়: ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৯০০ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ১৫৫ জন এবং মহিলা ৩৯ হাজা র ৭৪৫ জন।
গোলাপগঞ্জ উপজেলায়: ২লাখ ৩৮ হাজার ৪৮৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১লাখ ২০ হাজার ৭৭৭ জন এবং নারী ১ লাখ ১৭ হাজার ৭০৬ জন।
বিয়ানীবাজার উপজেলায়: ভোটার বেড়ে হয়েছে ১লাখ ৮৩ হাজার ৯০০ জন। এরমধ্যে ৯০ হাজার ৯৪৭ জন পুরুষ এবং ৯২ হাজার ৯৫৩ জন নারী ভোটার।
জকিগঞ্জ উপজেলায়: ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬২১ জন। এরমধ্যে পুরুষ ৮৫ হাজার ৮১১ জন এবং নারী ৮১ হাজার ৮১০ জন।
কানাইঘাট উপজেলায়: ১লাখ ৮৭ হাজার ৪৩৪ জনের মধ্যে পুরুষ ৯৪ হাজার ৮০২ জন এবং মহিলা ৯২ হাজার ৬৩২ জন।
ওসমানীনগর উপজেলায়: মোট ভোটার বেড়ে হয়েছে ১লাখ ৪৬ হাজার ৮০ জন। এরমধ্যে পুরুষ ৭৪ হাজার ২৬৯ জন এবং নারী ৭১ হাজার ৮১১ জন।
কোম্পানীগঞ্জ উপজেলায়: ১ লাখ ৭ হাজার ১৬২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৫৬ হাজার ৮১৮ জন এবং মহিলা ৫০ হাজার ৩৪৪ জন।
বিশ্বনাথ উপজেলায়: ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২০ জন। এরমধ্যে পুরুষ ৮৫ হাজার ৩৪৭ জন এবং নারী ৮১ হাজার ৭৩ জন।
জৈন্তাপুর উপজেলায়: ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫৯ হাজার ৫৭০ জন এবং নারী ৫৫ হাজার ৮২৮ জন।
গোয়াইনঘাট উপজেলায়: ভোটার বেড়ে হয়েছে ১লাখ ৯৭ হাজার ৯৪০ জন। এরমধ্যে পুরুষ ১লাখ ১ হাজার ৬১৪ জন এবং নারী ৯৬ হাজার ৩২৬ জন।
বালাগঞ্জ উপজেলায়: মোট ভোটার বেড়ে হয়েছে ৮৬ হাজার ৮৩৮ জন। এরমধ্যে পুরুষ ৪৩ হাজার ৭১৭ জন এবং নারী ৪৩ হাজার ১২১ জন।
মৌলভীবাজার জেলায় : মৌলভীবাজারে ভোটার বেড়ে হয়েছে ১৪ লাখ ১ হাজার ৫৩৮ জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৯ হাজার ৭৭৬ জন এবং মহিলা ৬ রাখ ৯১ হাজার ৭৫৬ জন।
হবিগঞ্জ জেলায় : ভোটার বেড়ে হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৭৬৪ জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৭৮ হাজার ৮৮৪ জন এবং মহিলা ৭ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন।
সুনামগঞ্জ জেলায়: ১৭ লাখ ৭০ হাজার ৫০৮ জন। এরমধ্যে পুরুষ ৮ লাখ ৯৩ হাজার ৮৯১ জন। মহিলা ৮লাখ ৭৬ হাজার ৬০৮ জন। এছাড়া সিলেট জেলায় ভোটার বেড়ে হয়েছে ২৪ লাখ ৩৫ হাজার ৭২৬ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৫০ হাজার ১৩৮ জন এবং মহিলা ১১ লাখ ৮৫ হাজার ৫৮৪ জন।

এ দিকে সিলেট আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের সূত্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকায় সিলেট বিভাগে মোট ভোটার ছিল ৬৬ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে শুধু সিলেটেই মোট ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার ৩১৪ জন। গত দুই বছরে ভোটার বেড়েছে প্রায় ৫ লাখ ২১ হাজার ৬৪৭ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার বেড়েছে সিলেট জেলায়।

তথ্য সূত্র বলছে, গত দুই বছরে মোট সোয়া ৫ লাখ ভোটার বেড়ে এখন বিভাগে হালনাগাদ মোট ভোটার সংখ্যা ৭১ লাখ ৬৪ হাজার ৬৫০ জন। এরমধ্যে সিলেটে ২ লাখ ৬ হাজার ৮৬১ জন, সুনামগঞ্জে এক লাখ ৮০ হাজার ৬৭২ জন, মৌলভীবাজারে এক লাখ ৯ হাজার ৫০০ জন এবং হবিগঞ্জে ২৪ হাজার ৬১৪ জন।

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেনি বিএনপি

পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেনি বিএনপি

‘হো চি মিন’ নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা : মোস্তফা

‘হো চি মিন’ নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা : মোস্তফা

বঙ্গবন্ধু ও জিয়াকে শ্রদ্ধার জায়গায় রাখা উচিত: ফখরুল

বঙ্গবন্ধু ও জিয়াকে শ্রদ্ধার জায়গায় রাখা উচিত: ফখরুল

কমিশন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে: কাদের

কমিশন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে: কাদের

নামসর্বস্ব ১০৫ সংগঠনের হাজারো ‘নেতা’ নজরদারিতে

নামসর্বস্ব ১০৫ সংগঠনের হাজারো ‘নেতা’ নজরদারিতে

সিলেট- ৩ আসনের উপ নির্বাচন স্থগিত

সিলেট- ৩ আসনের উপ নির্বাচন স্থগিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj