সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলা এবং চন্রিিরমা উদ্যানে তার মরদেহ নেই বলে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দুজনই শ্রদ্ধেয় নেতা। শুধু শুধু জিয়াউর রহমানকে টানা, এটা করতে গেলে এক সময় শেখ মুজিবুর রহমানকে টানা হয়। এগুলো আমরা করতে চাই না। এরা সবাই আমাদের শ্রদ্ধেয় নেতা, তাদেরকে সেই জায়গাতেই রাখা উচিত।’
শনিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং চন্রিনেমা উদ্যানে তার মরদেহ নেই বলে দাবি করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন, এমন নজির নাই। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়।’
আর চন্রিূরমায় জিয়াউর রহমানের মরদেহ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘ওখানে তার লাশ নেই।’
জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগের নেতারা যেসব কথা বলেছেন তাতে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।’
জিয়াউর রহমানের সমাধিতে তার মরদেহ না থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী কখন কী বক্তব্য দেন, কেন দেন এটা এখন পর্যন্ত ঠিক আমাদের বোধগম্য হয়নি।’