নিজস্ব প্রবতবেদক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের ওপর এক মাসের স্থিতাবস্থা আপিল বিভাগেও বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদালত রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারীদের আইনজীবী সালাউদ্দিন দোলন।
আইনজীবী জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ১৬৫০ জনের নিয়োগে এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছিল হাইকোর্ট। আজ সে রিট আবেদনটি নিষ্পত্তি করে এই আদেশ দেয় আপিল বিভাগ। এর আগে গত ১৭ জানুয়ারি কোটা পদ্ধতি অনুসরণে অনিয়মের কারণে এ স্থিতাবস্থা ঘোষণা করে হাইকোর্ট।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি ১৬৫০ জনকে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফল প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২০১৮ সালের ২৩ জানুয়ারি ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর ওই বছরের ২ আগস্ট প্রিলিমিনারী পরীক্ষা, একই বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ২৪ দিনব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই দিনের মধ্যে কোটা পদ্ধতি সঠিকভাবে অণুসরণ না করে ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে সংক্ষুব্ধ হয়ে মো. রাশেদুল ইসলামসহ ৩৩ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেয়।
(এপিএস/১৪মার্চ/এনএস/রাবি)