সব
facebook apsnews24.com
২ মে পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে, সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে - APSNews24.Com

২ মে পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে, সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে

২ মে পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে,  সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে

এপিএস নিউজ ডেস্ক

চলমান ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সচিবালয়ের একাদিক উচ্চ পর্যায়ের সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সায় পেলে আগামিকাল বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

করোনা–পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় সাধারণ ছুটি আরও বাড়াতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আগামীকাল বুধবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। বর্তমানে গত ২৬ মার্চ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত ৩১ দিনের ছুটি চলছে। এর মধ্যে প্রথম দফায় ছুটি ঘোষণার পর আরো তিন দফা ছুটি বাড়ানো হয়। এবার চতুর্থদফা ছুটি বাড়ানো হচ্ছে।

ছুটি বাড়ানো হচ্ছে কি না, জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘অবশ্যই! এখনো অফিস খুলে দেওয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি বর্ধিত বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। আগামীকাল (বুধবার) হয়তো নির্দেশনা আসতে পারে।’

প্রতিমন্ত্রী জানান, এবার বর্ধিত ছুটি ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দেশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো গনমাধ্যমকে জানায়, ছুটি বাড়বে তা পরিস্থিতিরই দাবি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্য আগে-ভাগেই বাড়তি ছুটি ঘোষণা করা হবে। 

এর আগে, এপ্রিলের শুরুতে গার্মেন্টস কর্মীদের ঢাকার দিকে রওনা হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে। সূত্রঃ কালের কন্ঠ অনলাইন।

এপিএস/২১এপ্রিল/আইমানটি

আপনার মতামত লিখুন :

বিচার বিভাগ ডিজিটাল হচ্ছে, পর্যায়ক্রমে নিম্ন আদালত পর্যন্ত হবে, প্রধান বিচারপতি

বিচার বিভাগ ডিজিটাল হচ্ছে, পর্যায়ক্রমে নিম্ন আদালত পর্যন্ত হবে, প্রধান বিচারপতি

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস

চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন তিনজন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন তিনজন বিচারপতি

বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা

বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj