সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত ‘আমার ভাষা’ সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের ইংরেজিতে প্রদত্ত রায় বাংলায় অনুবাদ করা যাবে। ভারতীয় হাইকমিশন এই সফটওয়্যারটি বাংলাদেশ সরকারের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রদান করেছে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সফটওয়্যার উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সুপ্রিম কোর্ট নতুন দিনে প্রবেশ করতে যাচ্ছে। এর মাধ্যমে উচ্চ আদালত তথা আইন অঙ্গনে গণমানুষের প্রবেশাধিকারকে মসৃণতর করবে। এই সূচিত কার্যক্রম দেশের বিচার বিভাগকে নতুন এক মাইলফলকে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, ১৯৭২ সালে ১৮ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে আদালত অঙ্গনে বাংলা ভাষা ব্যবহারের জন্য সনির্বন্ধ আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ৪ নভেম্বর ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রায় বাংলায় অনুবাদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রীর অবিশ্রান্ত প্রচেষ্টা ও প্রাজ্ঞ পররাষ্ট্রনীতির কারণে ভারত থেকে এই সফটওয়্যারটি বাংলাদেশে আনতে পেরেছি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে উচ্চ আদালতের রায়গুলো আরও সহজবোধ্য হবে। এই প্রযুক্তিগত সহযোগিতা দেশের বিচারপ্রার্থী মানুষের এক্সেস টু জাস্টিস নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে কেবল উচ্চ আদালতের রায় বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করার সিদ্ধান্ত হলেও পর্যায়ক্রমে নিম্ন আদালতেও এটি ব্যবহার হবে।
অনুষ্ঠানে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারতের সুপ্রিম কোর্ট এই সফটওয়্যার ব্যবহার করেছে। এই সফটওয়্যার সংক্রান্ত সকল সহযোগিতা প্রদান করা হবে।