মহিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর শাখার উদ্যোগে – রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী জেলা শাখা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার সম্মিলিত অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, বিশিষ্ট মানবাধিকার কর্মী হানিফ বাংলাদেশী এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য মোহাব্বত হোসেন মিলন । পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব (শুভ)। শারিরিক অসুস্থতাজনিত কারণে রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম ফাহিম উপস্থিত থাকতে না পারায় সকলে তাঁর সুস্থতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সবাই কেমন বাংলাদেশ চাই প্রশ্নের
উত্তরে সবাই, নিরাপদ জিবন দাবী করেন, মৌলিক অধিকার পূর্নতা দাবী করেন, বক্তব্যর এক পর্যায়ে সংগঠন এর সভাপতি জানান যে দেশে একটি কেক কাটার অনুমতি মেলে না এমন বাংলাদেশ আমরা চাই না। তারা জানান বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি কিন্তু জনগণের স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই,, আমরা জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে কাজ করছি ইনশাআল্লাহ।
এছাড়াও তিব্র নিন্দা জানানো হয়েছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁতে ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতারা এবং নওগাঁতে ছাত্র অধিকার পরিষদ এর ৪ নেতা কে তুলে নিয়ে প্রায় ২ ঘন্টা আটকিয়ে রেখে শারিরীক নির্যাতন করে। পরে বিভাগীয় নেতাদের চাপে পুলিশের সহায়তায় ছাড়া পায় ৪ নেতা।।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।