সব
facebook apsnews24.com
বাচ্চাদের সব আবদার মেটাবেন কি? - APSNews24.Com

বাচ্চাদের সব আবদার মেটাবেন কি?

বাচ্চাদের সব আবদার মেটাবেন কি?

বাচ্চাদের সব আবদার মেটাবেন কি????
আমার মেয়ের বয়স ৫ বছর। প্রায় সময় তার বায়না থাকে বাবা এটা আনবা ওটা আনবা। আমি সবসময় ইচ্ছে করেই সে যা যা বলে তা থেকে কিছু বাদ দিয়ে আনি। বলে বাবা ওটা আনোনি কেন? বলি এগুলা দিয়েই চলবে।প্রথম প্রথম মন খারাপ করত। কিন্তু এখন আর করেনা। যা নিয়ে আসি তাতেই সে খুশি।
অনেকে ভাবতে পারেন ছোট মানুষ,কিছু চেয়েছে সেটা না দিলে নিজের কাছে ও কেমন জানি খারাপ লাগে। বাচ্ছা চাহিবা মাত্র সব কিছু পেয়ে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু মহামুশকিলে পড়ে যাবেন।

ধরুন কোন একদিন সে এমন কিছু চেয়ে বসলো যা আপনার সাধ্যের বাইরে অথবা সেটা তার জন্য ক্ষতিকর তখন আপনি বিপদে পড়ে যাবেন। বাচ্চারা খুব ইমোশনাল হয়। সে হয়ত খুব জেদ দেখাবে,নতুবা যে কোন উপায়ে সেটা পাওয়ার চেষ্টা করবে, অনেক বাচ্ছা প্রচণ্ড অভিমানে আত্মহননের পথে ও চলে যায়। আমরা অনেক শুনেছি যে পছন্দের জিনিস না পেয়ে অনেক বাচ্চা আত্মহত্যা করছে।সবচেয়ে গুরুত্বপুর্ণ কথা হলো এধরনের বাচ্চা গুলো কষ্টসহিষ্ণু হয়না।
কষ্টসহিষ্ণু না হলে কি সমস্যা হয়?

কারণ তার জীবনের সবটা সময় জুড়ে যে আপনি তার সাথে থাকবেন বা তাকে সাপোর্ট দিয়ে যেতে পারবেন এমন কিন্তু গ্যারান্টি নেই।বাচ্ছাকে যদি কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে না পারেন তাহলে জীবনের গতিপথে যে ঝড়ঝাপ্টা আসবে সে তা ওভারকাম করতে পারবেনা। কষ্টসহিষ্ণু মানে বাচ্চাকে সবসময় কষ্ট দেয়া ব্যাপারটা এমন নয়,তার মৌলিক চাহিদাগুলা সে না বলতেই আপনি অবশ্যই মেটাবেন। এর বাইরের ব্যাপারগুলার কথা বলছি, তার চাওয়ার কিছু কম দেন,অথবা কিছু সময় দেরী করে দেন।

এইজন্য ছোটথেকেই বাচ্চাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা নিজেদের খুব অভাবী না ভাবে অথবা চাওয়া মাত্রই পেয়ে যাবে এমন মানসিকতা তৈরী না হয়।একটু আধটু পড়ে গেলে বা হোঁচট খেলে তাকে নিজে নিজে উঠে আসতে দিন। তারপর তাকে আদর করে দিন,চুমু দিন।তাহলে যখন আপনি থাকবেনা তখন যদি সে বিপদে পড়ে যায় নিজেকে অসহায় মনে করবেনা। সন্তানকে আদর ভালোবাসা সোহাগ সব ই দিন কিন্ত আদর সোহাগের আতিশয্যে তাকে দুর্বল এবং পরনির্ভর করে গড়ে তুলবেন না।

শিশুদের জন্য হ্যাঁ বলুন তবে মাঝে মাঝে না বলাটা ও জরুরী।

লেখকঃ আব্দুল্লাহ আল মাসুদ, ফেসবুক কর্নারে লেখা। সংগৃহীত।

আপনার মতামত লিখুন :

আমাদের সবাইকে ভালো হতে হবে

আমাদের সবাইকে ভালো হতে হবে

দাম্পত্য জীবনে সুখী থাকতে হলে পুরুষ মানুষকে ভালো অভিনেতা হতে হয়।

দাম্পত্য জীবনে সুখী থাকতে হলে পুরুষ মানুষকে ভালো অভিনেতা হতে হয়।

মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের করলে যে সকল আইনে শাস্তি হতে পারে

মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের করলে যে সকল আইনে শাস্তি হতে পারে

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?

বাচ্চাদের সব আবদার মেটাবেন কি?

বাচ্চাদের সব আবদার মেটাবেন কি?

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj