জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়া বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।
কয়েক মাস আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে আজহারীর কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় দেখতে পাওয়া বিষয়ে একটি বক্তব্য ভাইরাল হয়। তার বক্তব্য ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ভৌগলিকভাবে কাতার থেকে কায়রো যাওয়ার পথে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়া অসম্ভব বলে অনেকেই যুক্তি-প্রমাণ তুলে ধরেন।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
01517856010
এরপর বৃহস্পতিবার আজহারীর একটি পোস্টে কাজী তুহিন নামে এক ব্যক্তি তাকে এ বিষয়ে পোস্ট করেন।
উনার শেয়ার করা বক্তব্যটি দেখুন
তিনি লেখেন, ”আপনি একটি ওয়াজে বলেছিলেন “কাতার থেকে কায়রো যাবার সময় আপনি হিমালয় দেখেছেন”।
অনেকেই এটা নিয়ে আপনাকে মিথ্যুক বলে, দয়া করে বিষয়টা একটু ক্লিয়ার করবেন।”
এর প্রত্যুত্তরে মিজানুর রহমান আজহারী বলেন, ”এটা সত্য যে আমি ঢাকা থেকে কাতারে যাওয়ার সময় হিমালয়ের (মাউন্ট এভারেস্ট) দৃশ্য দেখেছি।
কাতারে ট্রানজিট পাস করার পরে আমি কাতার থেকে কায়রোতে আরও একটি ফ্লাইট নিয়েছি।
ভুল করে আমি মিশে গেলাম। আসলে এটি জিহ্বার স্লিপ ছিল এবং ভুল করে আমি বলেছিলাম “কাতার থেকে কায়রো”। পরিবর্তে “ঢাকা থেকে কাতারে”।