মক্কার পবিত্র মসজিদুল হারামের নারী দর্শকদের সেবা দিতে এক হাজার পাঁচ শত নারী কর্মী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। নারী মুসল্লিদের সেবা দিতে তারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। খবর আরব নিউজের।
টেকনিকেল ও সেবা প্রদানসহ বিভাগে ছয় শত জনকে নিয়োগ দেওয়া হয়। আর বাকিদের কর্মীদেরকে ইলেকট্রিক যান, জমজম পানি সরবরাহ, নির্দেশিকা বিভাগ, পরিচালনা বিভাগ, গণযোগাযোগ ও তথ্য যোগাযোগ বিভাগ এবং আভ্যন্তরীণ অডিটিং বিভাগে নিয়োগ দেওয়া হয়।
পরিচালনা বিভাগের নারী উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ড. আল আনাউদ বিনতে খালিদ আল আবাউদ জানান, ২০২৪ সালে পরিচালনা বিভাগের পুর্নর্গঠন পরিকল্পনার অংশ হিসেব এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র দুই মসজিদে সেবা বৃদ্ধি করাই এই পরিকল্পনার প্রধান লক্ষ্য।
আল আনউদ আরো জানান, সৌদি যুবরাজ ঘোষিত ভিশন-২০৩০ অনুসরণ করে পবিত্র মসজিদে আগত নারী হজযাত্রী ও দর্শকদের সেবার উন্নয়নে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকর্মীদের নিয়োগ দেওয়া হয়।
সূত্র : আরব নিউজ