আইনের দৃষ্টিতে সবাই সমান সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের মূল কথা হলেও জনৈক বিচারপতির ছেলে জুম্মন সিদ্দিকীকে আইনজীবী হিসেবে বিনা পরীক্ষায় বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত করায় তার ব্যাতয় ঘটেছে। বিশেষত যখন তিনি বার পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেন নি তখন বিশেষ ক্ষমতা বলে এমন সনদ সংবিধানের ২৭ নং বিধানের সাথে সাংঘর্ষিক ও শিক্ষানবিশ আইনজীবীদের প্রতি অবিচার।
এ ঘটনার প্রেক্ষিতে অবৈধ অন্তর্ভুক্তি বাতিল আদেশ চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছিল। গতকাল রিটটি খারিজ হয়েছে । উপরন্তু বিজ্ঞ আদালতের সময় নষ্ট হয়েছে দাবী করে জরিমানা ধার্য করা হয়েছে।
বিচারপতির ছেলে বিনা পরীক্ষায় আইনজীবী হতে পারলে সাধারণ আইন স্নাতকগণ কেন আইনজীবী অন্তর্ভুক্ত হবে না এমন প্রশ্ন এখন জনমনে। আইন ও নৈতিকতার স্বার্থে বিষয়টির সুরাহা হওয়া দরকার বলে আইনজীবী সনদ অধিকার আন্দোলন মনে করে। এর পাশাপাশি আইন অঙ্গনে এমন বৈষম্যসৃষ্টিকারী ও নৈতিকথা বিরোধী কাজের নিন্দা জ্ঞাপন করছে আইনজীবী সনদ অধিকার আন্দোলন।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক সুজন বিপ্লব ও সদস্য সচিব কফিল উদ্দীন মোহাম্মদ যেীথ বিবৃতিতে বলেন ‘ আইন ও আইনের বিধান যদি নিজের স্বার্থে ব্যবহার করা হয় তাহলে আইনের প্রতি সাধারণ জনগণের আস্তা উঠে যাবে। বিচার বিভাগের যেন কারো ব্যাক্তিগত স্বার্থে ব্যবহার না হয় সে বিষয়ে সবার দৃষ্টি রাখা উচিত। বর্তমানে বিনা পরীক্ষায় বিচারপতির ছেলের আইনজীবী সনদ প্রদান সংবিধান ও স্বাভাবিক ন্যায় বিচারের পরিন্থী। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি জনস্বার্থে উক্ত বাতিল করে ব্যাক্তি স্বার্থে আইনের প্রয়োগ হয় না এই বিশ্বাস জনগণের মাঝে ফিরিয়ে আনার দাবাী করছি।