ইবি প্রতিনিধি-
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাব। শনিবার দুপুরে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবনকে আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- ইংরেজি বিভাগের বিমল রায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ফারজানা ইসলাম মাহী ও আখিঁ খানম, লোক প্রশাসন বিভাগের আব্দুল করিম ও মুতাসিম বিল্লাহ রিয়াদ, আইন বিভাগের শিহাব উদ্দীন।
এছাড়া আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আজাহারুল ইসলাম ও তাহমিদ হাসান শোভন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের পল্লব আহমেদ সিয়াম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আঁখি আলমগীর, তাহমিদ আহমেদ আসিফ ও মোজাম্মেল হোসেন রুম্মান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু তালহা আকাশ।
এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা করা ছিল দীর্ঘদিনের দাবি। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করতে এ ক্লাব আশা জাগানিয়া ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। এছাড়া খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।’