মুহাম্মদ তাজুল ইসলাম
হাপিত্যেশ
কেমন যেন বেজায় খিদে মিটে কি আর কমে সুযোগ পেলে টাকা কড়ি গিলতে চায় এক দমে। দু'হাতে ধরে পকেট ভরে মনটা অনেক খালি কি আর হবে এসব করে শূন্যে যাবে চলি। ধিক্কার জানাই পরের ধনে হয়েছে যারা ধনী নকল পেপারে পিএইচডি ডিগ্রি, সেজে বসেছে জ্ঞানী। পরের ভালো সহ্য সহে না করিসনে টানাটানি পদের নেশা ক্ষমতার মোহ মানুষের হানাহানি । আমজনতা ভাগ্যের জোরে, জোটায় ভাত ও ভর্তা বুলেট প্রুফ গাড়িতে তখনো, দেশ ও জাতির কর্তা। শত মজলুম যাদের পানে চেয়ে আছে দৈনিক কে আছো দাঁড়িয়ে ভাঙতে আধার কারা সেই সৈনিক। শোষণ করে শাসনের নামে অসহায় মানুষের পরে তাঁরাই মোড়ল শতযুগ ধরে এ বিশ্ব চরাচরে। মুখোশ পরা সৎলোক যত কাজে কাজে অশ্বডিম্ব ছায়া পড়েছে কায়ার আড়ালে আপনায় প্রতিবিম্ব। আমির ফকির ধনী নির্ধন রক্ত সবে লাল গোষ্ঠী বিভেদ ফেলুন ছিড়ে ভেদাভেদের জাল। কয়েকটা ক্ষন বাঁচবো বলে ভাবনা সারাক্ষণ হিংসা লোপাট হরদম চলে কি হবে তোর এই ধন। কিসের বড়াই করো নিত্য দম ফুরাইলেই শেষ দিবাস্বপ্ন মিথ্যে তবে শুধুই হাপিত্যেশ। লেখক ও কবিঃ মুহাম্মদ তাজুল ইসলাম, বিচারক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস।