বর্তমানে তিনধাপ বিশিষ্ট আইনজীবী অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক। এই অন্যায্য প্রক্রিয়ায় আইন বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের আইন পেশায় প্রবেশাধিকার খুবই সীমিত করার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এমতাবস্থায় দেশব্যাপী আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে কার্যকর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা উদীচী সভাকক্ষে জেলার শিক্ষানবীশদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন সভা হয়।
আইনজীবী সনদ অধিকার আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সংগঠক শাহেদ জামাল এর সভাপতিত্বে একটি ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক হোন শাহেদ জামাল ও সদস্য সচিব মো.তুর্য উর রহমান। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. আব্দুল আলিম, খলিলুর রহমান, মো. মামুন অর রশিদ, ইরিনা ইয়াসমিন, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আঁখি তারা, কামাল উদ্দীন, তনুজা পারভীন, মো. শামীম, মো. তাজমত আলম রাসেল, মো. বাদশা আলম ও আশরাফিয়া ইভা।
সভায় আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পরীক্ষা নিয়মিতভাবে প্রতিবছর নেয়ার আহ্বান জানানো হয়। আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে একটি সিগনেচার ক্যাম্পেইন উদ্বোধন করা হয় এবং আগামী ১৮ সেপ্টেম্বর আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবী সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশ বার কাউন্সিল বরাবর পেশ করা হবে বলেও জাননো হয়।