নিজস্ব প্রতিনিধি: মহান শিক্ষা দিবস স্মরণে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবিতে সভা-সমাবেশ, মতবিনিময়, মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচী মাসব্যাপি জেলায়-জেলায় এবং আইন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে। চার দফা দাবির ভিত্তিতে ‘দাবি মাস’ কর্মসূচী শেষে বাংলাদেশ বার কাউন্সিল বরাবর স্মারকলিপি সম্বলিত গণস্বাক্ষর প্রদানের মাধ্যমে ১৮ই অক্টোবর ‘দাবি দিবস’ পালনের ডাক দিয়েছে আইনজীবী সনদ অধিকার আন্দোলন।
জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়া বাতিল, আইন পেশায় শিক্ষানবিশকাল এক বছর নির্দিষ্টকরণ, শিক্ষানবিশকালে ভাতা প্রদান, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনারের অংশগ্রহণ, অ্যাসাইনমেন্ট প্রদান সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান, স্নাতক পর্যায়ে কাম্য আইনের ছাত্রসংখ্যা নির্ধারণসহ চার দফা দাবির ভিত্তিতে আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারের জন্য দাবি মাস ও দাবি দিবস পালনের আহ্বান জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সুজন বিপ্লব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নৈতিক ও যৌক্তিক দাবিতে কর্মসূচী পালনে প্রত্যেক শাখা সহযোগিতা করার জন্য সমাজের সচেতন নাগরিক, অভিভাবক, সুধিজন, শিক্ষনবিশ আইনজীবী ও আইন শিক্ষার্থীগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কার করে তারুণ্যের স্বপ্ন বাঁচাতে, আইন শিক্ষা, পেশা ও সেবার মান উন্নত করতে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।