নুরন্নবী সবুজ
করোনা আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় অনেকেই সংকটে পড়েছেন। শিক্ষার্থীদের মাঝে অনেকেই আছে যারা টিউশন করে পড়াশুনার খরচ জোগায়। তারা এই বন্ধ থাকা অবস্থায় টিউশন করাতে না পারলে বেতন পাবে না কিন্তু বাসা ভাড়া আর বিদ্যুত বিল সহ অন্যান্য বিল দিতেই হবে। এমন সংকটে অনেকেই আছেন ।
আবার অনেক মধ্যবৃত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যারা খুব কষ্টে তাদের সন্তানের পড়াশুনার খরচ জোগান দেয় । দেশের এই সংকটময় অবস্থায় তাদের আয় ঘাটতি দেখা দিচ্ছে এবং এসব পরিবার ও বাইরে পড়াশুনা করা শিক্ষার্থীরা করোনা সংকটময় মুহূর্তে বাসা ভাড়া এবং বিদ্যুৎ বিল মওকুফের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এই নিউজের মাধ্যমে আবেদন রাখছে ।
অনেকের ফোন কল এবং ফেসবুক পোষ্ট ভাড়া ও বিল মওকুফের বিষয়টি আমাদের নজরে আনে। অন্য দিকে যারা সীমিত আয়ের মানুষ কাজ না করলে যাদের খাবার জোটে না তাদের কাজ অনেকাংশে কমে যাওয়ায় তারাও প্রত্যাশা করে এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত উপযুক্ত মন্ত্রণালয় বা কতৃপক্ষের কাছ থেকে আসবে।
বিশেষ করে যারা শহরে বাসা ভাড়া নিয়ে বাস করে তারা আরও বেশী সংকটে আছে। এদের জীবন ধারন একরকম অনিশ্চিত হয়ে পড়েছে। এক বা একাধিক মাস যদি এমন অবস্থা বিরাজ থাকে তাহলে মওকুফের সিদ্ধান্তটি অনেকের দুচিন্তা দূর করবে।
ইতিমধ্যে ক্ষুদ্র ও সমবায়ের লোনের কিস্তি জুন মাস পর্যন্ত স্থগিত করেছে সরকার। সুতরাং বাড়ি ও মেস ভাড়া মওকুফ ও সময়ের অনেক ভালো কাজের মধ্যে একটি ভালো কিাজ হবে নিঃসন্দেহে। যথাযথ মন্ত্রণালয় বা কতৃপক্ষ এই সমস্যা ও তার সমাধান নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নিবে এমনটি প্রত্যাশা শিক্ষার্থীসহ সাধারণের।
লেখকঃ নুরন্নবী সবুজ, শিক্ষার্থী, ইসলামী বিশ্বব্যিালয়, কুষ্টিয়া।