সব
facebook apsnews24.com
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নাটোরের সুমাইয়া শামা - APSNews24.Com

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নাটোরের সুমাইয়া শামা

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নাটোরের সুমাইয়া শামা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৪তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে নাটোরের সুমাইয়া নাসরিন শামা।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল গ্রামের প্রকৌশলী আবুল কালাম আজাদের মেয়ে তিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের (৩৯তম ব্যাচ) শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে এ ফলাফল প্রকাশ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া নাসরিন শামা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর ২০১০ সালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ-৫ এবং উপজেলা চ্যাম্পিয়ানসহ ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পান। পরে রাজশাহী কলেজে ভর্তি হন। সেখানে ২০১৫ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। এরপর ২০২১ সালের অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন। বর্তমানে শামা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত।

প্রকৌশলী আবুল কালাম আজাদের তিন সন্তানের মধ্যে শামা দ্বিতীয় কন্যা সন্তান। বড় কন্যা সন্তান সুরাইয়া তাসনিম আশা ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ছেলে মুহাম্মদ বিন আজাদ বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সুমাইয়া নাসরিন শামা বলেন, আমার এ সফলতার পিছনে আমার বাবা-মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমি কখনো ভাবিনি প্রথম হবো। আমার স্বপ্ন ছিল মেধা তালিকায় নাম আসার।  আমার পরিবার, আমার শিক্ষক এবং আমার সহপাঠী বন্ধুদের সহযোগিতার আমার এ সফলতা। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই শিক্ষার্থী আরও বলেন, আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না, সময় যখন যা ডিমান্ড করবে, তখন সেটাই করবো।

বাবা আবুল কালাম আজাদ বলেন, আমরা অনেক খুশি হয়েছে। আমার মেয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (সহকারী জজ) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। আমার মেয়ে সৎ ও নিষ্ঠার সাথে ন্যায় কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

রাবির আইন বিভাগের সভাপতি প্রফেসর হাসিবুল আলম প্রধান বলেন, আমাদের আইন বিভাগের জন্য এক আনন্দ ও গর্বের দিন আজ। ১৪তম বিজেএস পরীক্ষায় (সহকারী জজ) আমাদের বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাসরিন শামা প্রথম স্থান অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে অনেক দোয়া ও অভিনন্দন শামার জন্য। ভবিষতে আরও সফলতার শীর্ষে পৌঁছাবে দোয়া করি। সূত্রঃ ঢাকামেইল।

আপনার মতামত লিখুন :

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নাটোরের সুমাইয়া শামা

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নাটোরের সুমাইয়া শামা

শতভাগ শিক্ষক টিকার আওতায় আসবে: শিক্ষামন্ত্রী

শতভাগ শিক্ষক টিকার আওতায় আসবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম ঠিক হচ্ছে তো?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম ঠিক হচ্ছে তো?

সস্তা জনপ্রিয়তা পেতে টিকটকের নেশায় বুদ শিক্ষার্থীরা

সস্তা জনপ্রিয়তা পেতে টিকটকের নেশায় বুদ শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj