করোনাভাইরাসের কারণে দেশের আদালতগুলোতে স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকায় মামলা জট প্রকট আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত ৩৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মামলা জটের মধ্যে আটকে আছে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার বিচারও। এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মামলার কোনোটি বিচারিক আদালতের রায় শেষে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে এখন বিচারাধীন। আবার কোনোটি বিচারিক আদালতে শুনানির জন্য রয়েছে। এদিকে ভার্চুয়াল আদালতে আগাম জামিন আবেদনের সুযোগ না থাকায় অনেকেই আগাম জামিন থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া উচ্চ আদালতে জনস্বার্থে করা অর্ধশতাধিক রিট ছিল। এর কোনোটির রায়ের দিন পার হয়ে গেছে ইতোমধ্যে।