কুষ্টিয়া:
কুষ্টিয়ায় মাদক মামলায় মো. জিয়া নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়া (৩৮) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানিপুর এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ নভেম্বর দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের বারমাইল এলাকার সোনার বাংলা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযানে জিয়ার কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ ঘটনায় সেদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।
আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় জিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সিয়াম আবদুল্লাহ ।
কুষ্টিয়া।