আবুল কাশেম রুমন,সিলেট: এ বছরও কোরবানীর পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ টাকা নিয়ে লোকানে আছেন। গত বছর একই অবস্থায় পড়ায় অনেক ব্যবসায়ীরা পুঁজি সংকটের কারণে এ বছর চামড়া ব্যবসা করেন নি। অনেকে আবার ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসায়ী জড়িয়ে পড়েছেন
সিলেট জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে গেছে, এবছর ঈদে সিলেট জেলায় প্রায় দুই লাখ ও বিভাগে প্রায় ৪ লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। তবে এ বছর সিলেটের ব্যবসায়ীরা ৭০ হাজার চামড়া সংগ্রহ করেছেন। অনেক ব্যবসায়ীর পুঁজি না থাকার কারণে চাহিদা মতো চামড়া সংগ্রহ করেন নি।
এ দিকে সংশ্লিষ্টরা জানান শুধু পুঁজি সংকট নয় দাম কমে যাওযা, লকডাউন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, পরিবহন সমস্যাসহ নানা জটিলতার কারণে চামড়া ব্যবসায় এখন আর আগ্রহ নেই ব্যবসায়ীদের।
ট্যানারি মালিকদের কাছে সিলেটের চামড়া ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকা বকেয়া পড়ে আছে জানিয়ে ব্যবসায়ী নেতা বলেন, টাকা আটকে থাকায় ব্যবসায়ীদের কাছে লগ্নি করার মতো যথেষ্ট টাকা নেই। ফলে অর্ধেকের বেশি চামড়াই তারা সংগ্রহ করতে পারেননি। চামড়ার দরপতনের কারণেও ব্যবসায়ীরা এখন চামড়া সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানান তিনি।