এসএসসি পরীক্ষা নিয়ে মমতাময়ী মা ও দেশের শিক্ষা সেক্টরের সর্বোচ্চ অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি আকুল আবেদন
আমি এবারের এসএসসি পরীক্ষার্থী। করোনা পরিস্থিতিতে আমাদের পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা যৌক্তিক এবং আমরা মেনেও নিয়েছি। পরীক্ষা নিয়ে গত ২-৩ দিন আগে আপনার মন্তব্যে আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় পড়ে গেছি।( এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কিছু ক্ষতি হবে না।) আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক। পরীক্ষা সংশ্লিষ্ট আপনার যেকোন বিজ্ঞোচিত সিদ্ধান্ত অবশ্যই আমাদের স্বার্থের অনুকূলে হবে এবং শিক্ষার্থীরাও মেনে নেবে। এসএসসি পরীক্ষা নিয়ে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকেরা যে উদ্বিগ্ন সময় পার করছেন তা নিরসনকল্পে কয়েকটি বিষয়ে অতি দ্রুত সিদ্ধান্ত দিন ঃ
এসএসসি পরীক্ষা আদৌ হবে কিনা?
পরীক্ষা হলে যেকোনো মূল্যে একটি নির্দিষ্ট সময় ঘোষণা করে তদানুযায়ী গ্রহণের ব্যবস্থা করুন।
এক্ষেত্রে কতটি বিষয় এবং কত নম্বরের পরীক্ষা হবে সুস্পষ্ট ঘোষণা দিন।
আর কোনভাবেই পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে, তাও অতি অল্প সময়ের মধ্যে আমাদের সুস্পষ্ট করুন। কেননা, আপনার ওই মন্তব্যের পর বেশিরভাগ পরীক্ষার্থীরাই ধরে নিয়েছে এবারের এসএসসি পরীক্ষা হবে না এবং এসএসসির পড়াশোনা বলতে গেলে ছেড়ে দিয়েছে। কিন্তু ঢাকা বোর্ড থেকে বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা।বিষয়টি পরীক্ষার্থীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি পরীক্ষা হয় তাহলে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আর যদি পরীক্ষা না হয় তাহলে আমরা উচ্চমাধ্যমিকের জন্য নতুন করে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেয়া শুরু করতে চাই। আসলে এসএসসির পড়াশোনার প্রতি আমাদের কিছুটা একঘেয়েমি ও বিরক্তির ভাব এসেছে। আমরা এমনিতেই মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত, তার ওপর এসএসসির সিদ্ধান্তহীনতা আমাদের একটি বড় মর্মপীড়া হয়ে দেখা দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসএসসির বিষয়ে সিদ্ধান্তের জন্য আপনিসহ দেশের শিক্ষাসংশ্লিষ্ট সকল অংশীজনের একান্ত অনুগ্রহ বিপুল বিনয়পূর্বক প্রত্যাশা করছি।
বিনীত
এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে
আদিব রহমান
বিজ্ঞান বিভাগ,
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গলাচিপা, পটুয়াখালী।