এপিএস নিউজ ডেস্ক
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহায়তায় ১ মিনিটের বাজার চালু করতে যাচ্ছে সেনাবাহিনী। প্রান্তিক বাজারগুলো থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে তা বিনামূল্যে তুলে দেয়া হবে শহরের সুবিধাবঞ্চিত মানুষের হাতে। কাল থেকে ব্যতিক্রমী বাজার চালু করতে আজ চলছে সবজি কেনা।
ভোরের আলো না ফুটতেই সীতাকুণ্ড বাজার চষে বেড়াতে শুরু করেন সেনা সদস্যরা। কৃষক এবং ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কিনে নেন নানা ধরনের সবজি।
সেনাবাহিনীর এ বাজার সমন্বয়কারী মেজর রেজোয়ান বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য আমরা সবজিগুলো কিনি। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যাদের একান্তই প্রয়োজন তাদের হাতে পৌঁছে দেয়া।
সেনাবাহিনীর কাছে ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পেরে গ্রামের প্রান্তিক কৃষক এবং বিক্রেতারাও উচ্ছ্বসিত।
কৃষকদের একজন বলেন, আগে এসে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থেক বিক্রি করতাম। এখন আসা মাত্র বিক্রি করতে পারছি।
আরেকজন বলেন, সেনাবাহিনী নেয়াতে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি। আমরা অত্যন্ত খুশি। আমরা চাই আমাদের কাছ থেকে এভাবে সেনাবাহিনী মাল নিক।
বুধবার সকালেই নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসবে প্রথম দিনের বাজার। যেখানে ডাটাবেইজে তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র এক মিনিট অবস্থান করে বিনামূল্যে নিয়ে যাবে নানা রকম সবজি। সূত্রঃ সময় নিউজ টিভি.
এপিএস/১৩মে/জেপি