ঝিনাইদহ প্রতিনিধি-
অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের একাশিপাড়া ইট ভাটার এলাকা থেকে ৪ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদের মধ্যে পুরুম ২জন, নারী ১জন এবং শিশু ১ জন রয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার শীতলপাটি গ্রামের মোঃ খাজা শেখ এর ছেলে মোঃ প্রিন্স শেখ (২১), একই গ্রামের মোঃ জুনায়েদ মোল্লা এর ছেলে মোঃ মুন্না মোল্লা (১৮) ও মোঃ কামাল শেখ এর ছেলে মোঃ রাকিব শেখ (১৬) এবং নোয়াগ্রামের মস্ত গাজি এর স্ত্রী মোসাঃ আসমা বেগম (৪০)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রবিবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে অভিযান চালানো হয়। সে সময় ওই গ্রামের কাশেম মিয়ার ইট ভাটা এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করায় নারী পুরুষ ও শিশু সহ ৪ জনকে আটক করে বিজিবি। এছাড়া একই সময় উপজেলার ছলেমানপুর গ্রামে থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে গাপালগঞ্জ জেলার দেবগ্রাম (ফায়ার সার্ভিস বোর্ড) গ্রামের বিনয় বিশ্বাস এর ছেলে মনিষ বিশ্বাস (২২) এবং তার স্ত্রী পূজা হাওলাদার (১৯) কে আটক করা হয়।
তিনি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ
০১৭২৯৮৩০৮৫৩
০৬.০৬.২০২১