মাসুদ রানা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। অবশেষে রাজারহাটবাসীর বহু কাঙ্ক্ষিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যাত্রা শুরু হলো। শনিবার সকালে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এর উদ্ধোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,২০১৬-১৭ অর্থ বছর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের গণপূর্ত অধিদপ্তরের অধীনে রাজারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ১ফেব্রুয়ারী সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের নিকট এটি হস্তান্তর করেন। রাজারহাট ফায়ার সার্ভিসের জন্য সরকার দু’টি অগ্নি নির্বাপক গাড়ি বরাদ্দ দিয়েছে। ১৮শ লিটার পানি বাহী একটির নাম প্রথম কল পানি বাহী গাড়ি,দ্বিতীয়টির নাম দ্বিতীয় কল টানা গাড়ি। দ্বিতীয় কল টানা গাড়িতে পানি থাকবে না,তবে পাম্প মেশিন সংযুক্ত রয়েছে।
১০মার্চ রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি রাজারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,ফায়ার সার্ভিস কুড়িগ্রামের উপ-পরিচালক ওহিদুজ্জামান,উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,রাজারহাট ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক প্রমূখ।