নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তারকৃতরা ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ নামে টেলিগ্রাম গ্রুপ খুলে পরিচালনা করতো।
গ্রেপ্তারকৃত সদস্য হলেন- মো. হিজবুল্লাহ মিয়া ওরফে মো. রাসেল আহমেদ (২২) ও মো. নুরুল আলম।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি মোবাইল, দুইটি মেমোরি কার্ড, চারটি সিমকার্ড ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে অ্যান্টি-টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা থানা এলাকা মো. হিজবুল্লাহ মিয়া ওরফে মো. রাসেল আহমেদকে প্রথমে গ্রেপ্তার করা হয়।
এরপর একইদিন তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপর সদস্য মো নুরুল আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানান আসলাম খান।
তিনি বলেন, গ্রেপ্তার হিজবুল্লাহ মিয়া টেলিগ্রাম গ্রুপে ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ খুলে নিজে পরিচালনা করতো। পরবর্তীতে সে আরও সদস্যদের ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে যোগ করে। তাদের মধ্যে মো. নুরুল আলম অন্যতম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।