সব
facebook apsnews24.com
সংসদে 'দ্য সিভিল কোর্টস (সংশোধন) আইন' পাস - APSNews24.Com

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) আইন’ পাস

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) আইন’ পাস

দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের আর্থিক বিচারিক এখতিয়ার বাড়িয়ে জাতীয় সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন)-২০২১’ বিল পাস হয়েছে। সংশোধিত আইনে আর্থিক বিচারিক এখতিয়ার ক্ষেত্র ভেদে বিদ্যমান আইনের ছয় থেকে সাত গুণ বাড়ানো হয়েছে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার।

আইনের নতুন বিধান অনুযায়ী একজন সহকারী জজ ১৫ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের (সম্পত্তি বা অর্থে যে অঙ্কের টাকা নিয়ে বিরোধ) মামলা নিষ্পত্তি করতে পারবেন। আগে এই এখতিয়ার ছিল দুই লাখ টাকা। একইভাবে জ্যেষ্ঠ সহকারী জজের বিচারিক এখতিয়ার চার লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

পাস হওয়া বিলে পাঁচ কোটি টাকার কম মূল্যমানের কোনো মামলায় যুগ্ম জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা কার্যক্রম হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকলে তা জেলা জজ আদালতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। আগে পাঁচ কোটি টাকার কোনো আপিল হলে হাইকোর্টে যাওয়া লাগলেও আইন সংশোধনের ফলে জেলা জজ সেই আপিল শুনানি করতে পারবেন।

বিলে ২০১৬ সালের ওই সংশোধন রহিত করে একটি ধারা সংযোজন করা হয়েছে। সরকার ২০১৬ সালেও টাকার অঙ্কে বিচারিক এখতিয়ার একই পরিমাণ বাড়িয়ে আইন সংশোধন করেছিল। কিন্তু তার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হলে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেয়।

আপনার মতামত লিখুন :

অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এটিএম গোলাম কিবরিয়া করোনায় আক্রান্ত

অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এটিএম গোলাম কিবরিয়া করোনায় আক্রান্ত

কওমি মাদ্রাসা নিবন্ধনে আসছে নীতিমালা

কওমি মাদ্রাসা নিবন্ধনে আসছে নীতিমালা

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ৫৮ জন বিচারক

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ৫৮ জন বিচারক

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নাজমুন আরা

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নাজমুন আরা

হাসপাতালেই কেটেছে খালেদার ঈদ

হাসপাতালেই কেটেছে খালেদার ঈদ

মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিচারিক ক্ষমতা পাবে পুলিশ

মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিচারিক ক্ষমতা পাবে পুলিশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj