নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে গঠিত হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ‘কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের’ অফিসিয়াল ফেসবুক গ্রুপ। এই গ্রুপের মাধ্যেমেই একঝাঁক তরুণ শুরু করেন বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সৃজনশীল রচনা প্রতিযোগিতা, বিদ্যালয়ের শিক্ষক ও পুরনো শিক্ষার্থীদের দ্বারা লাইভ প্রোগ্রাম এবং সব শেষে অসহায়, পঙ্গু ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
এরই ধারাবাহিক গত ১৫ জানুয়ারী (শুক্রবার) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ এবিএম বদিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক স্বপন বিশ্বাস। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইনছানুর রহমান রিপন, মোঃ সেলিম রেজা, মোঃ সুমন উদ্দিন, মোঃ আশিকুর রহমান, মোঃ হাবিল হোসেন, মোছাঃ মিরা আক্তার, ও মোঃ আল আমিন ইসলাম নাসিম।
কর্মসূচিতে প্রধান অতিথি বলেন, আমি স্বাধুবাদ জানাই এমন মহৎ উদ্যোগকে এবং ভবিষ্যৎ যেন এরকম আরও কিছু কর্মসূচি প্রণয়ন করা যায়, সে বিষয়ে সকলের সমান সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথি বলেন, এমন গ্রুপের মাধ্যমে আমরা সকলেই একত্রিত হতে পারবো এবং ভবিষ্যৎ এ ভালো কিছু করার উদ্যোগ নিতে পারবো। এছাড়া আমরা চেষ্টা করবো, এই গ্রুপের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সেবা বান্ধব সার্বিক সহযোগিতা করতে। এছাড়া উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
তথাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ৫০ অধিক কম্বল বিতরণ করা হয় গরীব, পঙ্গু ও অসহায়দের মাঝে, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ রিপন হোসেন, মোঃ তানসেন আহমেদ, মোঃ সেলিম রেজা, মোঃ রাজিব হোসেন, মোঃ শরিফুল ইসলামের পক্ষ থেকে।
উল্লেখ্য কর্মসূচিতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ফয়সাল আহমেদ জনি এবং সঞ্চালনায় ছিলেন আদনান শাহরিয়ার আদিল।