এপিএস নিউজ ডেস্ক
করােনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক আইনজীবীকে আটক করেছে সিআইডি’র সাইবার পুলিশ ইউনিট। শনিবার (৪ এপ্রিল) সিআইডি’র সাইবার পুলিশের একটি দল অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহারে একটি গুজব ছড়ানো ফেসবুক আইডির মালিক আবু বকর সিদ্দীকিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আটক করা হয়।
পেশায় এডভােকেট আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।
তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাংক এনজিওর ৬ মাসের লােনের কিস্তি স্থগিত সংক্রান্ত পােস্ট, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ সংক্রান্ত ভিডিও, ইয়া রাম্বুল আলামিন উনাকে হেদায়েতসহ সুস্থ করে দিন।
এছাড়াও তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরাতন একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। । সেইসঙ্গে আরও অনেক মিথ্যা ও বানােয়াট তথ্য ছড়িয়েছেন বলে দাবি পুলিশ সদর দফতরের।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গনমাধ্যমকে বলেন, আবু বকর সিদ্দীকির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
করােনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার আইনজীবী আবু বকর সিদ্দীকিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সদর দফতর জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংক এনজিওর ছয় মাসের লােনের কিস্তি স্থগিত, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ এসব পোস্ট করেন।
এছাড়া তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। সেই সঙ্গে আরও অনেক মিথ্যা ও বানােয়াট তথ্য ছড়িয়েছেন বলে দাবি পুলিশ সদর দফতরের।
এসব গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে পুলিশ।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও অনলাইনের যেকোনো ধরনের গুজবসহ যেকোনো সাইবার অপরাধের তথ্য সিআইডির সাইবার পুলিশের সাথে শেয়ার করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
এ ইউনিটের সাথে যােগাযােগের জন্য নিম্নোক্ত যেকোনো মাধ্যম ব্যবহার করে যেকোনো সময় যােগাযােগ করতে পারেন।
CP19TIG- www.facebook.com/cpccidbdpolice
২৪/৭ কন্টাক্ট নম্বর- +880 1730-336431
এবং ইমেইল- cyber@police.gov.bd
এপিএস/ডিসিঅর/এমআর