সব
facebook apsnews24.com
স্বামী ভরণপোষণ না দিলে স্ত্রীর কি করণীয়? - APSNews24.Com

স্বামী ভরণপোষণ না দিলে স্ত্রীর কি করণীয়?

স্বামী ভরণপোষণ না দিলে স্ত্রীর কি করণীয়?

নাজিয়া আমিন

বিবাহের পর স্ত্রী কে ভরণপোষণ প্রদান করা স্বামীর জন্য বাধ্যতামূলক। স্বামীর কাছ থেকে ভরণপোষণ লাভ করা প্রতিটি স্ত্রীর আইনগত অধিকার। ভরণপোষণ বলতে বোঝায় খাদ্য, বস্ত্র, বাসস্থান ও অন্যান্য চাহিদা। অর্থাৎ,  বিবাহ হবার সাথে সাথেই এক জন নারীর তার স্বামীর নিকট থেকে ভরণপোষণ লাভ করার অধিকার জন্মায়। আর্থিক বিবেচনায় এর পরিমাণ কত হবে তা কোন আইনে নির্ধারিত নেই। স্বামীর রোজগার, সামাজিক অবস্থান ও অন্যান্য আরও বিষয় বিবেচনা করে এটা নির্ধারণ করতে হয়৷ স্বামী আর্থিক ভাবে অস্বচ্ছল হলেও স্ত্রীর ভরণপোষণের অধিকারটি নষ্ট হবে না। অর্থাৎ মূল কথা হল, স্ত্রীর দৈনন্দিন জীবনের চাহিদা মেটানো স্বামীর দায়িত্ব এবং যে প্রকারেই হোক না কেন এ দায়িত্ব পালন করতেই হবে।

আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে, পুরুষেরা এ ভরণপোষণের বিষয়টিকে অবহেলা করেন বা ভরণপোষণের দায়িত্ব থেকে পিছু হটে যান। এমন অবস্থায় স্ত্রী আইনের অধীনে ব্যবস্থা নিতে পারেন। বিষয়টিকে ভালো মত যাচাই-বাছাই করে সমাধান দেয়ার জন্য আমাদের দেশে পারিবারিক আদালত আছে। স্বামী ঠিক মত ভরণপোষণ প্রদান করে না- এ ধরনের অভিযোগের মাধ্যমে এক জন নারী পারিবারিক আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা করতে পারবেন। এক্ষেত্রে কোর্ট ফি হচ্ছে ৩০ টাকা। এছাড়া সালিশি পরিষদেও মামলা দায়েরের সু্যোগ রয়েছে।১৯৬১ সালের পারিবারিক আইন অধ্যাদেশের ৯ ধারার বিধান মতে, স্ত্রী তার সমস্যার সরাসরি প্রতিকার চেয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিতে পারেন এবং সে দরখাস্ত পাওয়ার পর চেয়ারম্যান সালিশি পরিষদ গঠন করবেন।

অনেকে হয়ত এটা জানেন না যে,কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর বাড়িতে বসবাস না করলেও ভরণপোষণের বিষয়টি থেকে যায়। স্ত্রী যদি অত্যাচারিত হয়ে বাসা ত্যাগ করে তবে সেক্ষেত্রে ও স্বামী ভরণপোষণ প্রদান করবেন। তালাকের ক্ষেত্রে তালাকের নোটিশ প্রদান করার পরও তিন মাস পর্যন্ত স্ত্রী ভরণপোষণ পাবার অধিকারী যেহেতু নোটিশ পাবার তিন মাস পর তালাকটি কার্যকর হয়।

বিয়ের পর স্ত্রীকে ভরণপোষণ না দেয়া অবশ্যই অনেক বড় অপরাধ। এর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলাই করা যায়।

লেখকঃ নাজিয়া আমিন, আইনজীবী, ইমেইল – aminnazia@gmail.com

আপনার মতামত লিখুন :

চার্জ গঠন করার পূর্বে মুক্তি

চার্জ গঠন করার পূর্বে মুক্তি

৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’।

৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’।

তদন্ত কমিটি গঠন: কুকুর খেল করোনায় মৃত দেহ।

তদন্ত কমিটি গঠন: কুকুর খেল করোনায় মৃত দেহ।

মৃত ব্যাক্তির সম্পত্তিতে ওয়ারিশদের হক

মৃত ব্যাক্তির সম্পত্তিতে ওয়ারিশদের হক

আসামী চালান এর সাথে কেস ডায়েরি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর প্রয়োজনীয়তা

আসামী চালান এর সাথে কেস ডায়েরি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর প্রয়োজনীয়তা

স্মৃতিশক্তি বাড়ানোর ও দ্রুত শেখার ৭ উপায়-হৃদয় দিয়ে পড়ুন

স্মৃতিশক্তি বাড়ানোর ও দ্রুত শেখার ৭ উপায়-হৃদয় দিয়ে পড়ুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj