মোঃমিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের অধিপরামর্শে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ভূটিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুকরণে অ্যাক্টিভ মাদার্স ফোরাম গঠন এবং শ্লিপ ফান্ডের অর্থ যথাযথ ব্যবহার প্রসঙ্গে দুইটি পৃথক অফিস অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। অনেক সময় শ্লিপ ফান্ড সংশিষ্ট গাইড লাইন অনুসারে যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতা থেকে এই লিখিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
আবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ভর্তি ও শিখন শেখানো কার্যক্রম গতিশীল করতে মায়েদের ভূমিকা অনস্বীকার্য এবং ভূটিয়ারগাতীতে এর সুফল পাওয়া গেছে। তাই অন্য একটি লিখিত অর্ডারে অ্যাকটিভ মাদার্স ফোরাম কার্যক্রম জেলা ব্যাপি ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অদ্য ১৭ আগস্ট ২০২০ তারিখ সকালে শিক্ষা কর্তৃপক্ষ ও সনাক ঝিনাইদহের মধ্যে ‘জুম’ মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সনাক সভাপতি মোঃ সায়েদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর বিশ^াস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল ও ফেরদৌস আরা, প্রধান শিক্ষক মোছাঃ শাহানারা খাতুন, সনাক শিক্ষা উপকমিটির আহŸায়ক আসমা জামান, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিকুর রহমান ও এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন প্রমূখ মতবিনিময় করেন। অদ্যকার সভায় করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ, প্রত্যাশা ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়