স্টাফ রিপোর্টঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলির পর এসআই লিয়াকত জানান ওসি প্রদীপকে। ওসি ফোন করেন এসপি এবিএম মাসুদকে।
এসপিকে তিনি জানান, লিয়াকত আক্রান্ত হওয়ার পর তারই নির্দেশে গুলি করেছে।যদিও পরিদর্শক লিয়াকত কক্সবাজারের এসপিকে ফোন দিয়ে জানান, পিস্তল তাক করার পরই তিনি গুলি করেছেন। কিন্তু কারো কথায়ই মাদকের কোন বিষয় ছিলো না। পুলিশের এজাহারে চারটি গুলির কথা থাকলেও, সুরতহালে মেলে ছয়টি গুলির চিহ্ন। বাকি দুটি গুলি কে করলো সেই উত্তর এখনো মেলেনি। ৩১ জুলাই রাতের একটি ফোনালাপ প্রকাশ হয়েছে গণমাধ্যমে