নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৈৗমত্ব এবং বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিরোধীদের সাথে আমি কখনও আপোষ করি নাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলাম। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় চরমপন্থী বলে এখন আর কিছু নেই। কুষ্টিয়ার সাংবাদিকরা বস্তুনিষ্ট সাংবাদিকতা করেন। পুলিশকে সহযোগিতা করে আসছেন সংবাদকর্মীরা। ভবিষ্যতেও পুলিশকে সহযোগিতা করবেন বলে আশা করি। পুলিশ কর্মকর্তারাও মিডিয়া বন্ধব হবেন বলে আমি বিশ্বাস করি। আজ বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙাল হরিনাথ মজুমদার মিলানায়তনে কেপিসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এসব কথা বলেন।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও কেপিসির সিনিয়র সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, নিউজ ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি ও কেপিসির সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, কোষাধাক্ষ ইন্ডিপেনডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ,ক্রীড়া সম্পাদক সাপ্তাহিক প্রভাষনের সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য নিউ নেশন কুষ্টিয়া প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য দৈনিক সময়ের আলো’র কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য দৈনিক স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি তৌফিক তপন। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এর বিদায়ী অনুষ্ঠানে কেপিসির সদস্যরা উপস্থিত ছিলেন।