আসাদুজ্জামান আসাদ কলারোয়া সাতক্ষীরাঃ কলারোয়ায় ঢাকাগামী ঈগল পরিবহন থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ফেনসিডিল চোরাচালানের সাথে জড়ি থাকার অভিযোগে ওই গাড়ির ড্রাইভার, সুপারভাইজার সহ-৪জনকে আটক করা হয়। রবিবার(২৭ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা মোড়ের ঈগল পরিবহন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছার হাড়িয়াবেলেমাঠ এলাকার মৃত পুরান গাজীর ছেলে আমির আলি গেদা (৫৫), বেনাপোলের রাজাপুর এলাকার আরাফাত আলী মোড়লের ছেলে আক্তারুজ্জামান (৪৮), সাতক্ষীরার পলাশপোল এলাকার মধুমল্লারডাঙ্গী গ্রামের মাজেদ সরদারের ছেলে শাহিনুর রহমান (২৮) ও মৃত নেছার আলীর ছেলে আঃ মাজেদ (৫২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-ঢাকাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্্েরা-ব-১৪-৬৫৮৩) গাড়ীতে করে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাসী চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ওই গাড়ির ড্রাইভার, সুপারভাইজার সহ-৪জনকে আটক করা হয়। একই সাথে ঈগল পরিবহনটি জব্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৬(১২)২০২০ হয়েছে।