এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ
মুম্বই পুলিশের এক কর্তার সঙ্গে ফোনে বেশ কয়েক বার রিয়া চক্রবর্তীর কথাবার্তা হয়েছে? অন্তত, রিয়ার ফোন কল থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে মুম্বইয়ের সংবাদমাধ্যম সূত্রে খবর। গত ২০ জুন বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে প্রথম রিয়াকে এসএমএস করেন। গত ২১ জুন ২৮ সেকেন্ড তাঁদের মধ্যে কথা হয়! সেই ফোন করেন রিয়া। সকাল সাড়ে ১০টায় ফোন আসে। এর পরে অভিষেকও রিয়াকে ফোন করেন।
বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তা হলে মুম্বই পুলিশ কি রিয়াকে বাঁচাতে চেয়েছে? মুম্বই পুলিশ কোনও দিন রিয়াকে আলাদা ডেকে জেরা করেনি। কেন? এখন এই প্রশ্নই সুশান্ত তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মুম্বইয়ের সংবাদমাধ্যমের খবর, ২০ জুন থেকে ১৮ জুলাই, মোট চার বার বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে আর রিয়ার মধ্যে ফোনে কথা হয়। তাঁদের মধ্যে এসএমএস বিনিময়ও হয়। কিন্তু সে খবর কেউ এত দিন জানতে পারেনি। উল্টে বিহার পুলিশ যখন রিয়াকে খুঁজছে তখন মুম্বই পুলিশ জানায় রিয়া কোথায় তারা জানে না। কেন এমন করছে মুম্বই পুলিশ? কার সমর্থনে এই কাজে রিয়ার পাশে মুম্বই পুলিশ? সারা দেশ এখন এই প্রশ্নে মুখর। আনন্দ বাজার