এপিএস নিউজ ফরেন ডেস্ক:
একই দলের মধ্যে ভিন্ন চিন্তাধারা বা মতবাদের পক্ষেই মত দিল সুপ্রিম কোর্ট। রাজস্থান মামলার শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতি, একে মিশ্র, বিআর গাভাই এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ একথা বলেছে।
রাজস্থানের স্পিকারের হয়ে সওয়ালে কপিল সিবাল, শচীন পাইলট গোষ্ঠীকে বরখাস্তের যে নোটিস পাঠিয়েছিলেন জোশি তা পড়ে শোনান আদালতে। তখন বিচারপতি একে মিশ্র রাজস্থান মামলার নাম না করে বলেন, ‘আমরা রাজস্থান মামলা নিয়ে বলছি না, কিন্তু ধরুন কোনও নেতা মানুষদের উপর বিশ্বাস হারিয়েছেন। তখন দলে থাকলেও তাঁকে বরখাস্ত করা যায় না। তাহলে এটাই নিয়ম হয়ে যাবে এবং কেউ আর আওয়াজ তুলতে পারবেন না। গণতন্ত্রে এভাবে ভিন্ন মতবাদের কণ্ঠকে রুদ্ধ করা যায় না।
’
এর আগে সিবাল বলেন, ‘হাই কোর্ট এসময়ে কোনও গোষ্ঠীকে সুরক্ষার নির্দেশ দিতে পারে না। যখন স্পিকার ঘটনাটি সামলাচ্ছেন তখন কোনও আদালত নাক গলাতে পারে না।’ তখন বিচারপতি মিশ্র তাঁকে জিজ্ঞাসা করেন, ‘ওঁরা সবাই মানুষের নির্বাচিত প্রতিনিধি। তাহলে ওঁরা ভিন্ন মত দিতে পারবেন না কেন।’ সিবাল তখন ফের বলেন, যেহেতু স্পিকার বিষয়টি দেখছেন সেহেতু কোনও আদালত নাক গলাতে পারে না। এরপরই এই আদেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, গত সপ্তাহে অশোক গেহলটের ডাকা কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে না আসায় শচীন সহ ১৯জন বিক্ষুব্ধ বিধায়ককে নোটিস পাঠান স্পিকার। শুক্রবার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে শীর্ষ আদালত। আজকাল