সব
facebook apsnews24.com
লাদাখে তীক্ষ্ণ নজরদারি, বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন পেল ভারতীয় সেনা - APSNews24.Com

লাদাখে তীক্ষ্ণ নজরদারি, বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন পেল ভারতীয় সেনা

লাদাখে তীক্ষ্ণ নজরদারি, বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন পেল ভারতীয় সেনা প্রতীকী ছবিঃ

এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ

ক্ষিপ্র গতি, অথচ বিশ্বের সবচেয়ে হালকা। চূড়ান্ত ঠান্ডা আবহাওয়ায় উড়তে পারে, অথচ নিশানায় নিখুঁত। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনার গতিবিধি নিখুত ভাবে নজর রাখতে এমনই ড্রোন ভারতীয় সেনাকে দিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই নজরদার ড্রোনের এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘ভারত’। ‘ভারত’ হাতে পাওয়ার পর প্যাংগং লেক, গালওয়ান উপত্যকা-সহ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের কর্তৃত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

গত ৪ মে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার আগ্রাসন বৃদ্ধি এবং ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনা সংঘর্ষের পর ভারতীয় সেনার জন্য এই ধরনের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদার ড্রোনের দরকার ছিল বলে মত প্রকাশ করেছিলেন। বিশেষ করে হেঁটে টহলদারির সময় যেখানে মাঝে মাঝেই চিন সেনার বাধার মুখে পড়তে হচ্ছিল জওয়ানদের। আবার গালওয়ান উপত্যকা থেকে সেনা প্রত্যাহার হলেও প্যাংগং লেকের চারটি ফিঙ্গার পয়েন্ট এখনও কার্যত চিনের দখলে। ডিআরডিও-র এক আধিকারিক একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলমান বিবাদের কথা মাথায় রেখে পূর্ব লাদাখে নিখুঁত নজরদারির জন্য ভারতীয় সেনার এই  রকম একটি ড্রোনের প্রয়োজন ছিল। সেই কারণেই ডিআরডিও তাদের এই ‘ভারত’ ড্রোন দিয়েছে।’’

ডিআরডিও-র চণ্ডীগড় ল্যাবরেটরিতে তৈরি এই ড্রোন এখনও পর্যন্ত এই গোত্রের ড্রোনগুলির মধ্যে সবচেয়ে কম ওজনের। নজরদারি চালানোর সময় সরাসরি ভিডিয়ো (রিয়েল টাইম) পাঠাবে রিসিভার-এ। শুধু তাই নয়, একই সঙ্গে শত্রুপক্ষ ও মিত্রপক্ষকে আলাদা করতে পারবে এর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। সর্বোচ্চ ঠান্ডা পরিবেশেও নিখুঁত নজরদারি চালাতে পারে। এমনকি, ঘন জঙ্গলের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও সহজেই খুঁজে বার করে ফেলতে পারবে ‘ভারত’। আবার একসঙ্গে এত ক্ষমতার মিশেল থাকলেও রেডারে তার উপস্থিতিও ধরা পড়বে না।

গ্রাফিক: শৌভিক দেবনাথ 

ডিআরডিও-র ওই সূত্র বলেছেন, ‘‘ছোট্ট অথচ শক্তিশালী এই ড্রোনগুলি যে কোনও জায়গায় অত্যন্ত সুক্ষতার সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে পারবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিও-র ‘ভারত’ বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ও হালকা।’’

গত ৪ মে থেকে পূর্ব লাদাখের প্যংগং উপত্যকায় ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রচুর সেনা মোতায়েন করে। তার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পাল্টা ভারতও সেনা ও রসদ মজুত করেছিল। তার মধ্যেই গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের এক কর্নেল-সহ ২০ জনের মৃত্যু হয়েছিল। চিনেরও কমান্ডার পর্যায়ের এক সেনা আধিকারিকের মৃত্যু হলেও হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানায়নি বেজিং। তবে পর পর কোর কমান্ডার পর্যায়ের বৈঠক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভিডিয়ো বৈঠকে গালওয়ান উপত্যকা থেকে সেনা সরলেও এখনও প্যাংগং উপত্যকায় চারটি ফিঙ্গার পয়েন্ট কার্যত চিনের দখলে। এই পরিস্থিতিতে চিনা সেনার উপর নজরদারি চালাতে এই ড্রোন হাতে পাওয়ায় সেনা মনোবলও অনেকটাই বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। আনন্দ বাজার

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj