জহিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতান মোহাম্মদ ওয়াসির প্রথম মৃত্যুবার্ষীকি আজ । তার আত্মার মাগফিরাতের জন্য ১ম মৃত্যু বার্ষীকিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ(২০ জুলাই) বাদ জোহর দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য ।
এছাড়াও কেন্দ্রীয় দুই ছাত্রলীগের নেতার সাথে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে ওয়াসির আত্মার মাগফিরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।
এস,এম, ওয়াসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন । ২০১৯ সালের ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন চৌধুরী ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর আগমনের বিলম্ব ঘটলে আবহাওয়া প্রচন্ড উত্তপ্ত থাকায় হিট স্ট্রোক করেন ওয়াসি । তাকে তাৎক্ষনিকভাবে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন । তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ হারায় একজন নিবেদিত প্রাণ ।
আজ ২০ জুলাই এস,এম,ওয়াসির প্রথম মৃত্যুবার্ষীকিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয় । মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য ।