সব
facebook apsnews24.com
করিমের জীবন - APSNews24.Com

করিমের জীবন

করিমের জীবন

মোঃ আনিসুর রহমান আগুন

কত দিন ধরে টানা বর্ষা কাল,
ঘরে নেই মোর এতটুকু চাল ডাল।
পানি বাদে সব কিছুই যে কেনা,
একে ত নেয়া আছে চড়া সুদে দেনা।
ভ্যানের উপর পরিবারের সব ভরসা,
কবে যে কাটিবে এই ঘন বর্ষা!
কাঁচা রাস্তাগুলো কাদা দিয়ে ঢাকা,
কেমনে ঘুরবে মোর ভ্যানের চাকা!
অবিরাম বর্ষণে নেমেছে যমের বন্যা,
ঘরে আছে বিয়াদারী আরও দুই কন্যা।
কামাই রোজগারের পথ সব হয়েছে বন্ধ,
সমাজপতিরা আজ সব হয়েছে অন্ধ।
ভ্যানের চাকার সাথে ভাগ্যের চাকা লাগা,
ভ্যান না চললে কি করে খায় হতভাগা!
মেয়ে দুটির কুড়িয়ে আনা শীষের ধানে,
প্রতিদিন একটু একটু করে ঢেঁকিতে ভানে।
কিছুদিন আগে পেয়েছিনু দশ কেজি চাল,
তাতে কি আর কাটে এত বড় বর্ষাকাল!
ফে সান্ধায় কচু শাক আর কতই খায়!
মেয়ে দুটি যে মাছ- মাংস খেতে চায়।
গেল বার ঈদে মাংস গেছিলো মুখে,
প্রতিদিন কাঁদি বালিশ চাপা দিয়ে লুকে।
যৌতুকের টাকা কনে পাব দিতে বিয়ে,
অহোনিশি তাই চিন্তা করি মেয়েদের নিয়ে।
চেয়ারম্যান মেম্বারকে টাকা দিতে পারিনা বলে,
কোন ভাতার কার্ড জোটেনি আমার কপালে।
গাধার মত শুধুই টেনে চলছি ঘানি,
মর খেটে গায়ের রক্ত করেছি পানি।
কে না জানে আমি করিম ভ্যান চালে খাই!
না খেয়ে থাকি বটে কার কাছে চাই! করোনা
আর বর্ষায় করিমের এ হাল,
কে কিনে দিবে তারে চাল ডাল!
কে দিয়ে দিবে তার মেয়েদের বিয়ে!
সমাজে ক’জন চিন্তা করে করিমদের নিয়ে।
কত চেয়ারম্যান এমপি এসে বদলে গেছে,
কিন্তু আজও ভ্যানওয়ালা করিম এমনিই আছে।

(উৎস্বর্গ- আমার প্রাণ-প্রিয় কালাম চাচাকে

মোঃ আনিসুর রহমান আগুন
সাংবাদিক ও কবি।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj